বৈরুতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলিতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার পর্যন্ত একটানা ব্যাপক হামলা চালায় দেশটি।

আজ রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে উঠছিল।

বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ৩০ মিনিট ধরে বিস্ফোরণের লাল-সাদা রঙের ঝলকানি দেখা যায়।

 

ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বৈরুতের দাহিয়ায় গত বৃহস্পতিবার রাত থেকে টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর গত কয়েক দিনের এসব হামলায় তার উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনও নিহত হয়েছেন বলে ধারণা করছে রয়টার্স।

গতকাল শনিবার লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সাফিয়েদ্দিনের সঙ্গে গত শুক্রবার থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।

তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতার অবস্থানকে লক্ষ্যস্থল করে হামলা চালিয়েছে তারা। 

তবে সাফিয়েদ্দিনকে নিয়ে হিজবুল্লাহ এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বৈরুতের কেন্দ্রস্থলের দক্ষিণে দাহিয়া আবাসিক এলাকায় ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে যেতে পারছেন না। তাই ওই স্থলে কী ঘটেছে তা এখনো অনুমান করা যাচ্ছে না।

 

এদিকে ইসরায়েল লেবাননে তাদের তৎপরতা বাড়াচ্ছে। শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলীয় সুন্নি প্রধান শহর ত্রিপোলিতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযানে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং দুই হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে হিজবুল্লাহ এসব ঘটনায় তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

এ কর্মকর্তা আরো জানিয়েছে, তারা হিজবুল্লাহর ওপর আক্রমণ জোরদার করেছে, যাতে উত্তর ইসরায়েলের কয়েক হাজার বাস্তুচ্যুত নাগরিক তাদের বাড়িঘরে নিরাপদে ফিরে যেতে পারে।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

লেবাননের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় শত শত সাধারণ লেবানিজও নিহত হয়েছেন এবং ১২ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শনিবারের হামলায় ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থীশিবিরে হামাসের এক সদস্য তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত মিডিয়া বলেছে, হামলায় তাদের সশস্ত্র শাখার সাইদ আতাল্লাহ নামের একজন নেতা নিহত হয়েছেন।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননে কর্মরত হামাসের দুই সদস্যকে হত্যা করেছে। তবে হামাসের এই সদস্যদের ত্রিপোলিতে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি দেশটি।

এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলেও জানিয়েছে রয়টার্স।

এ বিভাগের অন্যান্য