ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম ধাপে গেল ১৮ টন
চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানির অংশ হিসেবে প্রথম ধাপে ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ইলিশ মাছ ভারতে গিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছয়টি ট্রাকে করে এসব মাছ যশোরের বেনাপোল বন্দরে পৌঁছে। পরে মাছের মান পরীক্ষা করে তা ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
জানা যায়, ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ১৮ মেট্রিক টন ইলিশ আজ ভারত গিয়েছে। ছয়টি ট্রাকে করে এসব মাছ বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করে। এসব মাছের কেজি প্রতি রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার পড়ে।
এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) ৪৯ রপ্তানিকারককে ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই অনুমতির মেয়াদ নির্ধারণ করা হয়।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রপ্তানিকারকরা ১০ মার্কিন ডলার মূল্যে প্রতি কেজি ইলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২০০ টাকা।