ছুরি হামলায় চীনে জাপানি স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু
চীনের শেনজেনে একটি জাপানি স্কুলে ভর্তি হওয়া ১০ বছর বয়সী একটি শিশুর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। জাপন সরকার জানিয়েছে, গতকাল বুধবার একজন আততায়ীর ছুরিকাঘাতের শিকার হয় শিশুটি। পরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, আজ বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় ছেলেটিকে স্কুলে যাওয়ার পথে সন্দেহভাজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে।
জাপান এবং চীন উভয় কর্তৃপক্ষই শিশুটির জাতীয়তা প্রকাশ করেনি। তবে শেনজেনে ওই জাপানিজ স্কুলের ওয়েবসাইট বলছে, এই স্কুল শুধু জাপানি শিশুদের জন্য।
১৯৩১ সালে ঘটে যাওয়া এক ঘটনার বার্ষিকীতে এবং সেনজেনে একটি জাপানি স্কুলের গেট থেকে প্রায় ২০০ মিটার দূরে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়। তবে কী উদ্দেশে তিনি এই হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আহত ছাত্রকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
হত্যার ঘটনাটি এমন একটি সংবেদনশীল সময়ে ঘটেছে, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির ঝুঁকিতে রয়েছে।
সূত্র : এপি