সিলেটে দাম বেড়েছে ব্রয়লার মুরগির

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি। দুইদিনের ব্যবধানে মহানগরীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। যা দুইদিন আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকার মধ্যে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মদিনামার্কেট, সুবিদবাজার, আম্বরখানা, বন্দরবাজার, শিবগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

 

দাম বৃদ্ধির বিষয়ে মহানগরীর শিবগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহেও কেজি প্রতি ১৫০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে। এখন সেই মুরগি ১৭০-১৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও। এছাড়া দাম বেড়েছে সবজিরও। বাজারে পটল থেকে শুরু করে বেগুন, চিচিঙ্গা, লাউ, কাঁকরোল, করলা, আলুসহ বিভিন্ন ধরনের শাকসবজির আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

এ বিভাগের অন্যান্য