ভারতে পাচারকালে সুনামগঞ্জে ইলিশের বিশাল চালান জব্দ
সিলেটের সময় ডেস্ক :
ভারতে পাচারের সময় সুনামগঞ্জে ইলিশের বিশাল চালান ধরা পড়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশের চালানটি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৮ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, ঘিলাতলী সীমান্তে টহলরত বিজিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারতে পাচারের চেষ্টাকালে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ২৭৫ কেজি বাংলাদেশী ইলিশ স্থানীয় কাস্টমসে জমা করা হবে।