ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এটিই সর্বাধিক মৃত্যু। নতুন পাঁচজন নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তনরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৯৩৮ জন। অন্যান্য বিভাগে ৭২৬ জন রোগি ভর্তি রয়েছেন।

এ বিভাগের অন্যান্য