স্ত্রীর ডিভোর্স লেটার, প্রাণ কাড়লেন স্বামী
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রী সুমাইয়ার। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নির্মম এ ঘটনাটি ঘটে নিহতের পিত্রালয় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে।
সুমাইয়া ওই গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে। ঘাতক স্বামী জাকির হোসেন একই উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটির জেরে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সপ্তাহ দুয়েক আগে স্বামী জাকির হোসেনকে ডিভোর্স লেটার পাঠান সুমাইয়া আক্তার। এ খবর পেয়ে ক্ষুব্ধ জাকির হোসেন চিলাইপাড় গ্রামে ঢুকে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নিতে ব্যর্থ হয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক জাকির। এ সময় তার শোরচিৎকারে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান,ওসি (তদন্ত) শামছ উদ্দিন প্রমুখ।