নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, কথা বলেননি মামুন
সিলেটের সময় ডেস্ক :
রিমান্ড শুনানির সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। তবে কোন কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে আবদুল্লাহ আল-মামুনের ৮ ও শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের এ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুলের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।
আদালতে আইনজীবীর বক্তব্যের পর শহিদুল হক নিজেই কথা বলতে চান।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান অনুমোদন দিলে তিনি (শহিদুল হক) নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। হত্যা তো দূরের কথা, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। আমি ন্যায় বিচার চাই।’
তবে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন কোন কথা বলেননি। তিনি নিশ্চুপ ছিলেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।