সাবেক আইজিপি শহীদুল হক ও মামুন গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে তাদের দুজনকেই ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তারা দুজনই ডিবির হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শহিদুল হক বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ডিএমপির পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আইজিপির দায়িত্ব পান তিনি এবং ২০১৮ সালে অবসরে যান।
এদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পুলিশের ৩১তম আইজিপি হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।