হামলার শিকার জাবির সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন

সিলেটের সময় ডেস্ক :

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের ওপর হামলা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দিন তিনি হামলার শিকার হন। এ ঘটনায় ডানপন্থীদের প্রতি অভিযোগ তোলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তার পরিবার।

আজ শুক্রবার অধ্যাপক আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা হোসেন সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হামলার ঘটনা সম্পর্কে জানান।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক এম আনোয়ার হোসেন গত সোমবার বিকেল চারটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ‘কিছু ডানপন্থী ধর্মান্ধের’ দ্বারা আক্রমণের শিকার হন।

এ বিবৃতি দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করেছেন বলে জানান আয়েশা হোসেন। তিনি অধ্যাপক আনোয়ার হোসেন, তার পরিবারসহ যারা হামলার শিকার হয়েছেন এবং ঝুঁকিতে আছেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান সরকারের পদক্ষেপ চেয়েছেন।

এ বিভাগের অন্যান্য