এলপিএলে বেঞ্চেই কাটছে চার টাইগারের

খেলাধুলা ডেস্ক ঃ

 

 

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন চার বাংলাদেশী। তবে প্রথম দিকে সুযোগ পেলেও একাদশে সুযোগ হারিয়েছেন তাদের সবাই। শেষমেষ বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে তাদের।

এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়।

সবশেষ তিন ম্যাচে মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ। ডাম্বুলা সিক্সার্সের সাত ম্যাচের মধ্যে চারটিতে মাঠে ছিলেন তিনি। চার ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল। অন্যদিকে আরেক ব্যাটার তাওহিদ হৃদয় সুযোগ পেয়েছেন শুরুর দুই ম্যাচে।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। এখন তার জায়গায় নিয়মিত খেলেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার রিজা হেন্ড্রিকস। এরপর থেকে বেঞ্চে বসেই সময় কাটাচ্ছেন তিনি।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন প্রথম একাদশে সুযোগ পান তৃতীয় ম্যাচে।  তিন ম্যাচ খেলে ১০.২৭ ইকোনমিতে বোলিং করে নিয়েছেন মাত্র ৪ উইকেট। ছিলের ভীষণ খরুচে। এরপর আবার একাদশে জায়গা হারান তিনি।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন শরিফুল ইসলাম।

দ্বিতীয় ম্যাচ থেকে সুযোগ পাওয়া শরিফুল পাঁচ ম্যাচ খেলার পর একাদশ থেকে জায়গা হারায়। প্রথম দুই ম্যাচে ২ উইকেট করে নিলেও বাকি তিন ম্যাচ ছিলেন উইকেট শূণ্য। ওভারপ্রতি ১১.৬১ করে রানও বিলিয়েছেন দেদারসে।
এ বিভাগের অন্যান্য