সিলেটে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায় মামলা দায়ের

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের গোলাপগঞ্জে আব্দুল মজিদ নামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করাে হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে সিলেটের গোলাপগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মজিদের মা চানতেরা বিবি।

মামলায় ২জনের নামোল্লেখ সহ ২০ থেকে ৩০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আলোচিত মামলাটি আদালত গুরুত্বের সাথে গ্রহণ করে তদন্তের জন্য পিপিআইকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই রোববার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের ইছুব আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা গোলাপগঞ্জ থানায় আসলে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। যা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যপক ভাবে প্রচার হয়।

পরবর্তিতে আহত এই বুদ্ধি প্রতিবন্ধী যুবকের চিকিৎসার দায়িত্ব নেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী জাবেদ আহমদ।

এ বিভাগের অন্যান্য