২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা

বিনোদন ডেস্ক ঃ

 

২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ।

জানা গেছে, বড় বাজেটের এই ছবিতে একঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যীশু সেনগুপ্ত থাকবেন জোরালো চরিত্রে।

ছবির সংগীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবির সংগীত পরিচালনা করেছেন হর্ষবর্ধন। বলা বাহুল্য, ‘অ্যানিমেল’-এর প্রায় সব গানই দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ছবির সিনেমাটোগ্রাফার জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ ছবিতে কাজ করেছেন। ছবির সম্পাদক নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ ছবির সম্পাদনাও করবেন বলে জানা গেছে।

এর আগে ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন কাজল ও প্রভু দেবা। আগামীতে কাজলকে দেখা যাবে ‘দো পাত্তি’ ও ‘সরেজমিন’ ছবিতে। অন্যদিকে প্রভু দেবার নতুন ছবি, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।

এ বিভাগের অন্যান্য