চতুর্থ ধাপেও ভোট ৬০ শতাংশের ঘরে
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে গতকাল সোমবার ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোট হয়েছে। এদিন ভোটগ্রহণের হার ছিল ৬২.৩ শতাংশ। এদিন পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গতকাল দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের ২৫টি আসনের সব কয়টি ও তেলেঙ্গানার ১৭টির সব কয়টি, উত্তর প্রদেশের ৮০টির মধ্যে ১৩টি, মহারাষ্ট্রের ৪৮টি আসনের ১১টি, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের আটটি, বিহারের ৪০টির মধ্যে পাঁচটি, ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে চারটি, মধ্য প্রদেশের ২৯টির মধ্যে আটটি, ওড়িশার ২১টি আসনের চারটি এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের পাঁচটি আসনের একটিতে ভোট হয়েছে।
প্রথম চার ধাপে লোকসভার ৩৮০ জন এমপির ভাগ্য নির্ধারিত হয়েছে। এরই মধ্যে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, কেরালা, মেঘালয়, আসাম, মণিপুর, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির সব আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২০ মে পঞ্চম ধাপ, ২৫ মে ষষ্ঠ ধাপ ও ১ জুন সর্বশেষ ধাপের ভোট হবে। আগামী ৪ জুন ফল প্রকাশ করা হবে।
সূত্র : এনডিটিভি