প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা হচ্ছে : শফিকুর রহমান

সিলেটের সময় ডেস্ক :

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সকল সমস্যা সমাধানে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা হচ্ছে। এটি আমরা আমাদের কার্যক্রমগুলোর মধ্যে প্রথম কাজ হিসেবে নিয়েছি। গতকাল সোমবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের আট্রিয়াম সেন্টারে যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম।

তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এ সকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর এ জন্যই প্রবাসী সেল কার্যকর করা হচ্ছে।’ 

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দক্ষ কর্মী বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও সেন্টার রয়েছে।

আমরা চেষ্টা করব যাতে দেশে আরো ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।’ 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য