পিকে হালদারসহ ২৩ জনের নামে দুদকের চার্জশিট
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরয়ে পি কে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ও দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আনান কেমিক্যাল লিমিটেডের এমডি অমিতাভ অধিকারী ২০১৫ সালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৯ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেন।
দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্য নিয়ে আনান কেমিক্যালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছে।
এর আগে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের নামে মোট ৩৫১ কোটি টাকা ঋণ অনুমোদন করে তা আত্মসাতের অভিযোগে ২০২১ সালে পি কে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। ২০২৩ সালে অর্থ পাচারের দায়ে পি কে হালদারকে ২২ বছরের সাজা দেন ঢাকার আদালত।