গরমে সড়কে জ্ঞান হারানো রিকশাচালকের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের দক্ষিণ সুরমা লাউয়াই এলাকায় আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রিকশা চালাচ্ছিলেন মো. আবু হানিফ মিয়া। অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে লাউয়াই পুলিশ বক্সের পাশে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আবু হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাইয়ের শিবপুরনামাহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় বসবাস করতেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) ইয়ারদৌস হাসান বলেন, দক্ষিণ সুরমার লাউইয়ায় পুলিশ বক্সের পাশে এক রিকশাচালক অচেতন হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তি ও পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত রিকশাচালক গরমের প্রভাবে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের পরিচয় নিশ্চিত হয়ে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, রিকশাচালক হিট স্ট্রোকে মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। রিকশা চালানো অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর মারা গেছেন।

তিনি বলেন, অতিরিক্ত গরম তো আছেই, তবে ওই রিকশাচালক অন্য কোনো কারণে মারা যেতে পারেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা যেতে পারে। তবে এটি হিট স্ট্রোক হলে অতিরিক্ত গরমে আরও অনেকে অসুস্থ হয়ে ভর্তি হতেন।

এ বিভাগের অন্যান্য