ধানমন্ডি-গুলশানে কৃষক লীগের দরকার কী, প্রশ্ন ওবায়দুল কাদেরের
সিলেটের সময় ডেস্ক :
কৃষক লীগের ধানমন্ডি ও গুলশান শাখার দরকার কী, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কৃষিবিদ (সমীর চন্দ) কৃষক লীগের সভাপতি। কষ্ট দিতে চাই না, অসুস্থ মানুষ। তাকে শুধু বলতে চাই, একসময় যা হতো সেটা যেন এখন না হয়। বাংলাদেশ কৃষক লীগ সৌদি আরব শাখা, বাংলাদেশ কৃষক লীগ কাতার শাখা। ওখানে কৃষক লীগের কামটা (কাজটা) কী? বাংলাদেশ কৃষক লীগ আরব আমিরাত শাখা। দোকান একেকটা খুলে আসছে। দোকানগুলো বন্ধ করুন। এইসব দোকানের কোনো দরকার নাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘কৃষক লীগ কৃষকের কাছে যাবে। সমাবেশ করবে কৃষকদের নিয়ে। ঢাকা সিটিতে কৃষক লীগের এত সমাবেশ। কৃষক লীগের ধানমন্ডি শাখার দরকারটা কী? গুলশান শাখার দরকার কী? এই সব দোকান বন্ধ করেন।’
কৃষি ও কৃষকদের নিয়ে তিনি বলেন, ‘আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণভোমরা এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে।’
বিএনপি মহাবিপদে আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে যারা বাংলাদেশ নিয়ে বেশি কথা বলেন, যারা আজ কথায় কথায় সরকারের, গণতন্ত্রের সমালোচনা করেন, আজকে যারা আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা গণতন্ত্রের সমালোচনা করে। বাংলাদেশকে নিয়ে কথায় কথায় ফখরুল বলে মহাবিপদ। মহাবিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ। কী করবে? হাল ধরার কেউ নেই। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না।’
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।