ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যে প্রতিক্রিয়া ইরানের

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানি ভূখণ্ডে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করেনি বলে দাবি করেছে ইরান। দেশটির ন্যাশনাল সেন্টার অব সাইবারস্পেস এর মুখপাত্র হোসেইন দালান বলেন, ইশাফান সীমান্ত বা দেশের অন্যকোনো পাশ দিয়ে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি।

শুক্রবার ভোরে ইরানে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরায়েল। ভোরে ইস্ফাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার। ইস্ফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে। মার্কিন কর্মকর্তারাও হামলার বিষয়টিনিশ্চিত করেছেন।

তবে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করা হয়েছে। হোসেইন দালান এক্স এ দেওয়া এক পোস্টে লেখেন, ইসরায়েল ‘কোয়াডকপ্টার (ড্রোন) পাঠানোর ব্যর্থ ও বিব্রতকর একটি চেষ্টা করেছে এবং সেসব কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও একই ধরনের রিপোর্ট করেছে। তারা জানিয়েছে রাতে দেশের ভেতরের একাধিক অঞ্চলে ডিফেন্স সিস্টেম কার্যকর করা হলেও কোনো সংঘাত বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন।

এ বিভাগের অন্যান্য