খতনার সময় শিশুর লিঙ্গ কেটে ফেললেন হাজাম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় খতনার সময় এক শিশুর লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক হাজামের (খতনাকারী) বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর্নপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাজাম আকবর আলীকে নজরদারিতে রাখা হয়েছে।
আহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, উজানচর্নপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী ফকিরের ছেলে নির্জনকে (১১) সুন্নতে খতনা করানোর জন্য প্রস্তুত নেন হাজাম (খতনাকারী) আকবর আলী। এ সময় ক্ষুর দিয়ে শিশুটির লিঙ্গ কেটে ফেলেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে হাজাম আকবর আলী জানান, তাঁর কোনো প্রশিক্ষণ নেই।
তবে পরিবারের লোকজন জানান, শিশুটির চিকিৎসা করানোর পরই পরিস্থিতি বুঝে হাজাম আকবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।