বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলো কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র

সিলেটের সময় ডেস্ক :

 

বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলো সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।  এ আগুন নিয়ন্ত্রণে আনতে দেরী হলে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রটি পুড়ে ছাই হয়ে যেতো আর নেমে আসতো ভয়াবহ বিপর্যয়।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।

অন্য একটি সূত্র মতে পল্লী বিদ্যুতের পুরাতন একটি লাইনে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে তৎক্ষণাৎ তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

সাধারণ মানুষ আগুন লাগার বিষয়টির তদন্ত করার দাবী জানিয়েছেন। তারা বলছেন বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি অতিগুরুত্বপূর্ণ স্থানে আগুন, এটি মেনে নেয়া যায় না। নিশ্চয় এখানে কারো না কারো দায়িত্বে অবহেলা রয়েছে। যা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন-সিলেটের অনেকই জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। সঞ্চালন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

এ বিভাগের অন্যান্য