ছুটির সন্ধ্যায় মেট্রো রেলে উপচে পড়া ভিড়
ঈদে ছুটি শেষ। আজ রবিবার (১৪ এপ্রিল) সারাদেশে চলছে বর্ষবরণের আমেজ। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি চলছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে। ছুটির এই সন্ধ্যায় আজ মেট্রো রেলে উপচে পড়া ভিড় ছিল।
সরেজমিনে দেখা যায়, ছোট শিশু ও নারীরা ক্লান্ত হয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে মাটিতে বসে পড়েছেন।
শাহবাগ থেকে পল্লবীর উদ্দেশে যাত্রা করেন রফিকুল ইসলাম।
এমআরটি পাসের জন্য এসেছিলেন মাহমুদ ইকবাল। কিন্তু স্টেশনের এমন পরিস্থিতি দেখে তিনি আগামীকাল সোমবার আসার সিদ্ধান্ত নিয়েছেন। মাহমুদ বলেন, ‘ভেবে ছিলাম আজকে ফাঁকা থাকবে। তাই পাসটা করে ফেলতে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম এমআরপি পাস দেওয়ার কাউন্টারেও একক যাত্রা টিকিট দেওয়া হচ্ছে। মূলত যাত্রী চাপ সামাল দিতেই নাকি একক যাত্রার টিকিট সব জায়গা থেকে বিক্রি হচ্ছে। তাই আগের টিকিট নেব না।’
এদিকে স্টেশনের প্রবেশ মুখে মাইকিং করে বারবার পানির বোতল, সব ধরনের খাবার ও গ্যাস বেলুন নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে।