বাবার ইমামতিতে ছেলের জানাজা
সিলেটের সময় ডেস্ক :
চাঁদপুর শহরের হাজি মহসিন রোডের রেলওয়ে নূরানি জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আ ন ম ফখরুল ইসলাম মাসুমের ২য় ছেলে হাফেজ আজহারুল ইসলাম ফাহিম তালতলা নিজ বাসায় মারা যান। শুক্রবার আনুমানিক রাত ১০টায় হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর মসজিদের গোর এ গরিবা কমপ্লেক্সে বাবার ইমামতিতে নামাজে ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ছেলের লাশ বহন করতে দেখা যায় বাবাকে।
জানাজা শেষে চাঁদপুর পৌরসভার কবরস্থানে দাফন করা হয়। হাফেজ আজহারুল ইসলাম ফাহিম এ বছর রেলওয়ে নূরানি জামে মসজিদে খতমে তারাবিহ নামাজের ইমামতি করেছেন এবং ঈদের পরদিন শুক্রবার ওই মসজিদেই জুমার নামাজের আজান দিয়েছিলেন তিনি।
ফাহিম ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও আল-আমিন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল।