নরসিংদীর সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানান ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস মিয়া।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের গাউসিয়া এলাকার শাহিন মিয়া (২৩) ও সানি (২০)।
পুলিশ জানায়, হতাহতরা মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।