ছত্তিশগড়ে বাস দুর্ঘটনায় নিহত ১২
ভারতের ছত্তিশগড়ে একটি বাস খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।