মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ৩ প্রবাসী গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

মালয়েশিয়ায় অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি করায় গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশিসহ ৩ বিদেশি নাগরিক। গ্রেফতার ওই তিনজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
সোমবার (৮ এপ্রিল) কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মো. ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ফয়জল শামসুদিন বলেন, রোববার (৭ এপ্রিল) রাজ্যের কোটা ভারু শহরের আশপাশে অনুমতি ছাড়া, আতশবাজি বিক্রি করছিল ৩ বিদেশি। রেগুলেশন ৩৯ (বি), ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অনুচ্ছেদে কাজের শর্ত লঙ্ঘন করেছে তারা।

কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন রাত ১০টার দিকে পাসপোর্ট, পারমিট এবং সীমান্ত পাসের অপব্যবহার করায় দুই বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পরিচালক।

গ্রেফতার ৩ বিদেশির পরবর্তী পদক্ষেপের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানান পরিচালক।

এ বিভাগের অন্যান্য