‘ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন’
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন, এমন মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
কাজা কালাস বলেন, তিনি (পুতিন) আমাদের মধ্যে ভয়ের বীজ বপনে খুবই দক্ষ একজন ব্যক্তি। তবে তার এ হুমকি আমাদের হালকাভাবে নিলে চলবে না।
তিনি বলেন, পুতিন কোন ব্যাপারে ভয়ে আছেন তাও আমাদের ভাবতে হবে। তিনি আসলে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চান না। আর আমরাও অবশ্যই তা চাই না।
ইউক্রেন রাশিয়ার সংঘাত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে এখনো চলছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন নয় বরং রাশিয়ার প্রকৃত বিরোধী শক্তি হলো ন্যাটো।
এদিকে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দুইদিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন।