গাজীপুরের আগুনে আরো দুইজনের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের আগুনের আরিফুল ইসলাম (৩৮) ও মহিদুল খান (২৫)নামের আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আই সি ইউতে আজ রবিবার সকাল সাড়ে পাঁচটায় মারা যান আরিফুল ও একই দিন সকাল পৌনে সাতটায় আইসিইউতে মারা যান মহিদুল খান।

আরিফুল ইসলাম ও মহিদুল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎস ডা. পার্থ শঙ্কর শংকর পাল।

তিনি বলেন, আরিফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল ও মহিদুল খানের শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 

মৃত আরিফুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। অসুস্থ আব্দুর রাজ্জাকের ছেলে সে। লুগোস গার্মেন্টসের আয়রণ ম্যান ছিল সে।

এক ছেলে এক মেয়ে রয়েছে তার। এক ভাই দুই বোনের মধ্যে ছোট সে ছিল ছোট। বর্তমানে টপস্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। 

মৃত মহিদুল খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামে।

পেশায় তিনি গার্মেন্টস জুট গোডাউনের শ্রমিক। বর্তমানে টপস্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় তার স্ত্রী গার্মেন্টস কর্মী নার্গিসও (২২) দগ্ধ হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এক ছেলের জনক ছিলেন মৃত মহিদুল খান। তার ছেলে গ্রামের বাড়িতে থাকে। 

এর আগে তৈয়বা (৪) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত আটটার দিকে মারা যায়। তার ভাই তাওহিদ (৬) দগ্ধ ছিল সে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যায় মো: মুনসুর আলী আকন্দ (৪৫)। এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকাল দশটায় মো: সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য