সরকার রাজনীতির সর্বনাশ করছে : শহীদ উদ্দিন
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচন ও জবাবদিহিবিহীন অপশাসনের কদর্য রূপ প্রদর্শন করে জনগণকে রাজনীতিবিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। গণতন্ত্র হত্যা, অর্থনীতি ধ্বংস এবং জাতির ভবিষ্যৎকে লুণ্ঠন করার মাধ্যমে জনগণকে পদাবনত রাখার অপকৌশল গ্রহণে বর্তমান শাসকগোষ্ঠী রাজনৈতিক অপরাধে অপরাধী।
আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৪টায় বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে দলের সাধারণ সম্পাদক উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে এবং রাজনীতির সর্বনাশ করেছে।
তিনি আরো বলেন, ‘জেএসডি বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে উন্নত শাসনব্যবস্থা প্রবর্তনে শাসনতান্ত্রিক প্রস্তাবনা ও কর্মসূচি নিয়ে রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।’
সমাবেশে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে।
সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেএসডি ঢাকা মহানগর শাখার সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী।