পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি, সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
বগুড়ার শাজাহানপুরে হাট বাজারের খাজনার নামে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কামারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মিন হামিদ (৪৫), রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাব আলী প্রামানিকের ছেলে রেজাউল করিম (৪৬) এবং সাবেক ইউপি সদস্য বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে মাসুদ রানা (৩৮)। মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা খোদাবন্ধবালা গ্রামে জমিতে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে ট্রাক বোঝাই করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন আবু তালেব নামে এক ব্যবসায়ী।
সিপিএসসি র্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৪২ হাজার ১৫৮ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।