চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।
মারুফ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ আব্বা আগের চেয়ে ভালো আছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকদের পরামর্শক্রমে দেশে ফিরেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী গত ২১ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।