কুড়িগ্রামে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের রামখানা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাকে তার নিজ বাড়ির আঙিনায় মাটির গর্তের ভেতর থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলা এলাকায় নিজ বসতবাড়িতে অভিনব কায়দায় মাটির নিচে কলসের ভেতর মাদক মজুদ করে রেখে আসছিল আনজুয়ারা।

শুক্রবার দুপুরের দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকার আনজুয়ারা বেগম (৪০) এর নিজ বসতবাড়ির আঙ্গিনায় মাটির গর্তের ভেতর দুইটি মাটির কলসির মধ্যে অভিনব কায়াদায় রক্ষিত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাপ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে শুক্রবার বিকেলে নাগেশ্বরী থানায় তার নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য