রমজানে কোনো পণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না। ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি সে জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে পেঁয়াজ ও চিনি সরবরাহে ভারত রাজি হয়েছে।’
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের ক্যারিট (আমদানি শুল্ক) কমিয়ে দেওয়া হয়েছে। এ সপ্তাহে আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করা হবে। একই সঙ্গে খেজুরের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। দেশে এখন চালের কোনো সংকট নেই।
এ সময় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।