রাফায় অভিযান বাতিলে ইসরায়েলকে বাইডেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জর্ডানের বাদশা। একইসঙ্গে গাজার রাফাহ শহরে ইসরায়েলের সামরিক অভিযান আরেকটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

এ অবস্থায় রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনো রাফায় অভিযান শুরুর ঘোষণা দেয়নি ইসরায়েল। কিন্তু এরই মধ্যে বেশ কয়েক দফা বিমান হামলা ও স্থল অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটি থেকে দুই জিম্মিকে মুক্ত করে নেওয়ারও দাবি করেছে ইসরায়েলের।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর চলমান গাজা যুদ্ধের অবসান ঘটানোর জন্য পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। যদিও হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সময় দেওয়ার জন্য ছয় সপ্তাহের বিরতি চাইছেন জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ কালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ‘রাফায় যারা আশ্রয় নিয়েছে তারা নাজুক অবস্থায় আছে। সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না।’

জর্ডানের বাদশাহর সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ‘রাফায় আশ্রয় নেওয়া এবং সেখানে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না।’

বাইডেন আরও বলেন, ‘সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং এখন তারা রাফায় আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছে। তাদের রক্ষা করা দরকার।’

এ বিভাগের অন্যান্য