অর্থের বিনিময়ে অপরাধীকে ছেড়ে দেওয়ার ঘটনায় এএসআই প্রত্যাহার

সিলেটের সময় ডেস্ক :

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ দুইজনকে আটকের পরে একজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক আবু সালেহকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের রাহাত খান ও শিবু রায়কে ১০ পিস ইয়াবাসহ দক্ষিন শিহিপাশা এলাকা থেকে আটক করে এএসআই আবু সালেহ। আটকের পর শিবু রায়কে অর্থের বিনিময়ে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রবিবার রাতেই আগৈলঝাড়া থানা থেকে এএসআই আবু সালেহকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য