বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়লেন ঢাবি ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্য সেন হলে খাবারের বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করে তাঁর দাড়ি ছিঁড়ে ফেলেছেন এক ছাত্রলীগ নেতা। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম আরাফাত হোসাইন অভি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সূর্য সেন হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
জানা গেছে, ক্যান্টিনে দুপুরে খাবার খেতে গেলে অভির কাছে বকেয়া টাকা চান ক্যান্টিনের মালিক ফাহিম হোসেন। এতে খেপে গিয়ে ফাহিমকে কিল-ঘুষি মারেন এবং দাড়ি ছিঁড়ে ফেলেন তিনি। পরে হলের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ক্যান্টিন মালিক ফাহিম বলেন, “দুপুরে খাওয়া শেষে আমি অভিকে বললাম ভাই বিলটা দেন। এর আগেরও কিছু বিল আছে। এরপর সে কইতাছে, ‘পরে দিমু তোমারে, লিখা রাখো।’ পরে আমি কইছি, আচ্ছা লিখা রাখতেছি।
তিনি আরো বলেন, “দুই-তিন মিনিট চইলা গেছে। তখন আইসা বলতাছে, ‘এই ফাহিম এদিকে আয়।
এ বিষয়ে সূর্য সেন হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ক্যান্টিন মালিক ফাহিম। অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে অভি বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে গেলে ক্যান্টিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। আমি প্রমাণও দেখাইলাম। পরে আমি সেখান থেকে বের হওয়ার সময় তিনি ম্যানেজারকে বললেন, আমাকে যেন নেক্সট টাইম খাবার না দেয়। এরপর হঠাৎ করে তিনি আমাকে ধাক্কা মারেন, আমিও তার কলার টেনে ধরি। তারপর ধাক্কাধাক্কির মধ্যে তার দাড়িতে আমার হাত লেগে ছিঁড়ে যায়। তিনি আমাকে প্রথম ধাক্কা দেন। আমি কোনো মারধর করিনি।’
সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত কমিটি করে তার ভিত্তিতে ব্যবস্থা নেব।’