যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
সিলেটের সময় ডেস্ক :
পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পটুয়াখালী-গলাচিপা সড়কের গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের বাদুরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের মো. মনির কাজীর ছেলে মো. বেল্লাল কাজী (২৪) ও একই গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২২)। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতদের পরিবারকে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলচালক মো. ইবরাহিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আমি দুর্ঘটনাকবলিত ইমরান এক্সক্লুসিভ গাড়িটির পেছনে মোটরসাইকেল চালিয়ে আমতলি যাচ্ছিলাম। হঠাৎ বাসটির সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। আবার উলটো দিক থেকে গ্রিনলাইনের একটি বাস আসে। দুটো গাড়িকে সাইড দিতে গিয়ে এ বাসটি উলটে খাদে পড়ে যায়।