ইজতেমায় বিদেশি নাগরিকের হারানো ব্যাগ খুঁজে দিল পুলিশ

সিলেটের সময় ডেস্ক :

 

টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া সুলতান আহমেদ (৫৮) নামের এক কোরিয়ান নাগরিকের পাসপোর্ট, নাগরিককার্ড, নগদ টাকাসহ মোবাইল ফোন হারিয়ে যায়। পরে পুলিশ সিসি ক্যামেরা দেখে খুঁজে ব্যাগটি পাইয়ে দেয়।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অজু করতে গিয়ে ওই নাগরিকের সাথে থাকা ব্যাগটি হারিয়ে যায়। রাত ১১টার দিকে পুলিশ ব্যাগটি খুঁজে পাওয়ার পর ওই নাগরিকের কাছে পৌঁছে দেয়।

 

সুলতান আহমেদ জানান, বিদেশি খিত্তা এলাকায় অজুখানায় গিয়ে অজু করে ভুলে সাথে থাকা ব্যাগটি ফেলে চলে আসি। পরে, দৌড়ে অজুখানায় গিয়ে খুঁজাখুঁজি করেও ব্যাগটি আর পাওয়া হয়নি। ব্যাগটিতে কোরিয়ার নাগরিকের পাসপোর্ট, ইউএস ডলার, কোরিয়ান টাকাসহ মোট ৬০ হাজার টাকা, কোরিয়ান সিমকার্ডসহ মোবাইল, ইন্ডিয়ান যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

তিনি বলেন, ‘আমি মুলত ইন্ডিয়ান নাগরিক।

কোরিয়ান মোবাইল কম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে কোরিয়ায় বসবাস করি। গত বুধবার কোরিয়া থেকে সরাসরি টঙ্গীর ইজতেমা ময়দানে বিদেশি খিত্তায় আসি।’ 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনে পুলিশের টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসলে সাথে সাথে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। অনেক খুঁজাখুঁজির পর ব্যাগটি পেয়ে মালিকের কাছ ফেরত দেয়া হয়।

ব্যাগের ভেতর থেকে কোনো মালামাল খোয়া যায়নি।’
এ বিভাগের অন্যান্য