লন্ডনে সাংবাদিকতায় সেরা রিপোর্টার এওয়ার্ড পেলেন জাকির

সিলেটের সময় ডেস্ক :

 

লন্ডন বাংলা প্রেসক্লাবের সেরা রিপোর্টার এওয়ার্ডে ভূষিত হলেন টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার,লন্ডন বাংলা ভয়েজের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ।

সম্প্রতি লন্ডনে লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ক্লাবের সর্বোচ্চ উপস্থিতি এবং রিপোর্ট করার জন্য তিন শতাধিক সদস্যসহ ব্রিটিশ রাজনীতিবিদ, বাংলাদেশ হাইকমিশনার, স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।

পরে সাংবাদিক জাকির হোসেন কয়েছ অনুভূতি ব্যক্ত করে তার বক্তব্যে বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলির একটি।এই এওয়ার্ড আমার কাজের স্বীকৃতি, আমি মনে করি এই সম্মাননা আমাকে আরো উৎসাহিত করবে।

এই পেশায় তরুনদের আগ্রহ আরো সৃষ্টি হবে। উল্লেখ্য জাকির হোসেন কয়েছের ১৯৯৫ সালে এসএসসি পাশের পর স্থানীয় মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার হাতেখড়ি। যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ছিলেন।তার বাড়ী বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামে। সদ্য নির্বাচনে তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য