চীনে ভূমিধস : মিলল নিখোঁজ শেষ মানুষের দেহ, মৃত্যু বেড়ে ৪৪

 আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিখোঁজ শেষ ব্যক্তির মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। এতে এ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ভোরের আগে ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে ঘটে যাওয়া ভূমিধসের ফলে ১৮টি বাড়ি ধসে পড়ে এবং দুই শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বৃহস্পতিবার সন্ধ্যার আগে জানিয়েছে, ঘটনাস্থলে আরো ৯টি মৃতদেহ পাওয়া গেছে। এতে বুধবারের মৃতের সংখ্যা ৩৪ থেকে বেড়ে ৪৩ হয়েছে। কয়েক ঘণ্টা পর সিসিটিভি জানায়, শেষ নিখোঁজ মানুষের লাশ পাওয়া গেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।

 

ভূমিধসের পর চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার ‘সর্বস্ব’ দিয়ে উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। বিপর্যয়ের পর ২০০ জন উদ্ধারকর্মী হিমশীতল তাপমাত্রা এবং বরফের স্তর থেকে গ্রামবাসীদের খুঁজে বের করতে লড়াই শুরু করে।

এএফপি বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিগুলোতে হেলমেট, মুখোশ ও উজ্জ্বল কমলা পোশাকে উদ্ধারকারীদের বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে রাতভর খনন করতে দেখা যায়। কয়েক ডজন ফায়ার ট্রাক এবং বড় আকারের খনন সরঞ্জামও দেখা যায়।

 

চীনের সুদূরপ্রসারী ও বৃহত্তর দরিদ্র অঞ্চল ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। সেখানে খাড়া পর্বতশ্রেণি বিশাল হিমালয় মালভূমি পর্যন্ত উঠে গেছে। চীন সাম্প্রতিক মাসগুলোতে একাধিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে।

এ বিভাগের অন্যান্য