ছাত্রের সঙ্গে ৩০ বার শারীরিক সম্পর্ক শিক্ষিকার
আন্তর্জাতিক ডেস্ক ঃ
হাইস্কুলে ছাত্রের সঙ্গে ৩০ বার শারীরিক সম্পর্ক করেছেন এক শিক্ষিকা। নিপীড়ন সইতে না পেরে প্রশাসনের কাছে অভিযোগ করেন সেই শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আদালতে নিজের দোষ স্বীকার করেছেন ওই শিক্ষিকা। জানা গেছে, এই অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।
ওই শিক্ষিকার নাম হেদার হেয়ার। ৩৩ বছর বয়সী এই নারী বিবাহিত। তিনি শিক্ষকতা করার সময়ই ১৭ বছরের এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ওই ছাত্র পুলিশকে জানায়, ২০২১ সালে প্রথমবার হেদারের সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রাইভেট সেশনে তার সঙ্গে ক্লাস শুরু করেন শিক্ষিকা। নিজেদের পার্সেনাল ফোন নাম্বারও বিনিময় হয়। কথাবার্তার একটা সময় হেদার ওই কিশোরকে বলেন, স্বপ্নে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেখেছেন তিনি।
আইনজীবী জানান, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ২০ থেকে ৩০ বার দুজনের শারীরিক সম্পর্ক হয়। কখনো শিক্ষিকার বাড়িতে, কখনো গাড়ি, কখনো ক্লাসরুমে এমনকি পার্কিং লটেও মিলিত হয়েছেন তারা।
এরমধ্যে ২০২২ সালে স্কুলের এক সফরেও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সফরে যাওয়ার আগে থেকেই তারা এমন পরিকল্পনা করে রেখেছিল।
আদালতে এসব প্রমাণ উত্থাপন করার পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকা। নিজের অপরাধও স্বীকার করেন তিনি। তিনি আবেদন করেন যেন তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে কোনো রায় শোনাননি বিচারক। জানা গেছে, এই অপরাধের জন্য আজীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে ওই শিক্ষিকাকে।