মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

সিলেটের সময় ডেস্ক :

 

মালয়েশিয়ার বাস টার্মিনাল থেকে ১৪ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার মধ্যরাতে বেরসেপাদু সেলাটান (টিবিএস) টার্মিনাল থেকে তাদের আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

স্থানীয় অনলাইন কসমো জানিয়েছে, আটক ৩০ জনের মধ্যে ১৪ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান পাঁচজন, ভারতীয় পাঁচজন, পাকিস্তানি তিনজন, নেপালি দুজন ও একজন মিয়ানমারের নাগরিক।

দেশটির ইমিগ্রেশন বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, টিবিএস বাস টার্মিনালে অবৈধ অভিবাসীদের একটি হটস্পট চিহ্নিত হওয়ার বিষয়ে জনসাধারণের থেকে রিপোর্ট পাওয়ার পর দৃষ্টি রাখা হয়। স্থানীয় সময় গতকাল মধ্যরাতে ‌‘অপ কুটিপ’ নামক স্থানে অপারেশনটি চালানো হয়।

আটক অভিবাসীদের দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ -এর অধীনে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। তবে ১৪ দিনের মধ্যে বৈধ ডকুমেন্টস ও প্রয়োজনীয় তথ্য দিতে পারলে অভিবাসীরা সেখান থেকে মুক্তি পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য