মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে পিটিয়ে রক্তাক্ত জখম
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল দিকে উপজেলা ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুক্তিযোদ্ধা স্ত্রী জহুরা খাতুন জানান, মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মাজিদ ছেলে দুবাই প্রবাসী লুৎফর রহমান ও তার স্ত্রী সহ কন্যা সন্তান কে পিটিয়ে আহত করেছে একই এলাকার জুরু মিয়া নামে এক লোক।
তিনি আরও জানান, তার ছেলে লুৎফর রহমানের সাথের জুরু মিয়া পুকুরে জমি নিয়ে বিরোধ চলছিল আজ বিকেল বেলায় বাজার থেকে ফেরার পথে রাস্তায় জুরু মিয়া ও তার সাথে থাকা কয়েক জন লোক মৃত মুক্তিযোদ্ধার ছেলে লুৎফর রহমানের উপর হামলা চালায়, ওই সময় লুৎফর রহমানের উপর মারপিট শুরু করলে চিৎকার শুনে তার স্ত্রী ও কন্যা সন্তান ঘটনাস্থলে আসলে স্ত্রী ও কন্যা কে পিটিয়ে গুরুতর আহত করে পরে তাদের স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক আমান্না আফরিন মীম আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরন করেন। আহতরা হলেন, লুৎফর রহমান (৪৫) পিতা মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মাজিদ, আমেনা বেগম (৪০) স্বামী লুৎফর রহমান, স্বপ্না আক্তার (১৫) পিতা লুৎফর রহমান।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।