ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেপ্তারকৃত রা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়নপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)।

পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠক বলেন, শনিবার ভোররাতে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে ব্যারিকেট তৈরি করে রাখে ডাকাত সদস্যরা। এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি চৌকস দল। এসময় ডাকাতি কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য