নীলফামারীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

নীলফামারী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজ শুক্রবার দুপুরে অভিযোগের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার চৌরঙ্গীর মোড়ে সড়কের পাশে অবস্থিত মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ডায়াগনস্টিক সেন্টারটিও এক মাসের জন্য সিলগালা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন রুবেল (৪৬) রংপুর সদরের নীলকণ্ঠ এলাকার বাসিন্দা।

এমন খবরের ভিত্তিতে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান ও সহকারী কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান চালায়।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান জানান, ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল  নিউরো ও মেডিসেনের বিশেষজ্ঞ ডা: মো: রবিউল ইসলাম নামে নিজেকে পরিচয় দেন। পরিচয় দিয়ে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে এ রোগী দেখেন। অনলাইনে রেজিস্ট্রেশন চেক করলে তার ছবি, নাম ও বাবার নামে গড়মিল ধরা পড়লে এক পযার্য়ে ভুয়া ডাক্তার হিসেবে তিনি স্বীকার করেন।

এ সময় প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার অপরাধে ফারুক হোসেন রুবেলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিভাগের অন্যান্য