১৫ মার্চের মধ্যে সেনা সরাতে ভারতকে সময় বেঁধে দিল মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

১৫ মার্চের মধ্যে সেনা সরাতে ভারতকে সময় বেঁধে দিল মালদ্বীপ
মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে সময় বেঁধে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। রোববার ভারতকে জানিয়ে দিয়েছেন, ১৫ মার্চের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে।

এ ইস্যুতে মালেতে দুই দেশের প্রতিনিধিরা আলোচনাতেও বসেছিলেন। মুইজ্জু মালদ্বীপের প্রতিনিধিদের নির্দেশ দেন, ভারতীয় প্রতিনিধিদের যেন বলে দেওয়া হয়, মার্চের মাঝামাঝির মধ্যে ভারতীয় সেনাদের তুলে নিতে হবে।

মালদ্বীপের প্রেসিডেন্টের মুখ্যসচিব আবদুল্লাহ নাজিম ইব্রাহিম একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে এনিয়ে দ্বাদশ আলোচনা হলো। ইব্রাহিম জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে ভারতীয় সেনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে ও গণতান্ত্রিক উপায়ে প্রত্যাহার করে নিতে হবে।

নাজিম আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচ্যসূচিতে ১৫ মার্চের মধ্যে সেনা তুলে নেওয়ার বিষয়টি ছিল।

গেল বছরই মুইজ্জু নির্বাচিত হন। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন তিনি। চিন সফর থেকে এসেই তিনি সেনা সরানোর সময় বেঁধে দিলেন।

মালদ্বীপে ভারতের ৮৮ সেনা রয়েছে বলে জানা গেছে। রয়েছে দুটি হেলিকপ্টার ও একটি বিমান।

এ বিভাগের অন্যান্য