১১ দিন খালে পড়ে ছিল সেই মডেলের লাশ

বিনোদন ডেস্ক ঃ

 

ভারতের সাবেক মডেল দিব্যা পাহুজার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার হরিয়ানা রাজ্যের তোহনা এলাকার ভাকরা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত ১ জানুয়ারি ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে গুলি করে দিব্যাকে হত্যা করা হয়। এর ১১ দিন পর আজ তার লাশ উদ্ধার করল পুলিশ। খবর এনডিটিভি।

গুরুগ্রামের পুলিশ কর্মকর্তা মুকেশ কুমার বলেন, দিব্যা পাহুজার পরিবারকে লাশের ছবি পাঠানো হয়েছে। শরীরের ট্যাটু দেখে সেটি তার লাশ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর লাশ পরিবারকে দেওয়া হবে।

এদিকে দিব্যাকে হত্যার অভিযোগে সিটি পয়েন্ট হোটেলের মালিক অভিজিৎ সিংহসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ২ জানুয়ারি দিব্যার লাশ হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পরে লাশটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেন খুনিরা।

ভারতের কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্ক ছিল দিব্যা পাহুজার। ২০১৬ সালে সন্দীপ হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যার বিরুদ্ধে। সাত বছর কারাভোগের পর গত বছরের জুনে মুম্বাই হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

এ বিভাগের অন্যান্য