সিলেটে ব্যালট বিতরণ রাত ৩টায়, সাংবাকিদের উপস্থিত থাকার অনুরোধ
সিলেটের সময় ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটসহ সারা দেশে ভোটের দিন ( রবিবার ৭ জানুয়ারি)সকালে ব্যালট পেপার যাবে প্রতিটি কেন্দ্রে।
দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের দিন (রবিবার) ভোররাত অর্থাৎ- শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও নিবন্ধিত নিউজ পোর্টালের সাংবাকিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন- সিলেট-১ আসনের কেন্দ্রগুলোর ব্যালট পেপার নির্ধারিত সময়ে (রাত ৩টা থেকে) সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম শুরু হবে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঊর্মি রায় বলেন- এ উপজেলার কেন্দ্রগুলোর জন্য নির্দিষ্ট সময়ে ব্যালট সংরক্ষণ করে রাখা স্থান থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে। কার্যক্রমটি পর্যবেক্ষণের জন্য আমরা স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের চিঠির মাধ্যমে অবগত ও আমন্ত্রণ করবো।
জানা গেছে, এভাবে সিলেটের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) রবিবার ভোররাত ৩টায় ব্যালট সংরক্ষণ করে রাখা স্থান থেকে বিতরণ কার্যক্রম শুরু করবেন এবং এ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানাবেন।