২৬ কোটি টাকার ঋণখেলাপি হাফিজ আহমেদ কারাগারে
ফাস্ট গ্রুপ প্রতিষ্ঠানের মালিক হাফিজ আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পারভেজ ইসলাম।
তদন্তে পুলিশ জেনেছে, তার স্ত্রী সাইফুন্নাহার মাহেনোকে চেয়ারম্যান বানিয়ে গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফাস্ট গ্রুপ। এরপর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সৃষ্টি করেছেন বিভিন্ন কম্পানি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৩ সালে ফাস্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন হাফিজ আহমেদ। ওই গ্রুপের মূল ব্যবসায় ছিল বিভিন্ন ধরনের আঠা উৎপাদন ও বিপণন করা।
ঋণের টাকা আদায়ে আইনি পদক্ষেপ হিসেবে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে ৪টি মামলা করে এনআরবিসি ব্যাংক। ৩১ আগস্ট একটি চেক ডিস-অনার মামলার বিপরীতে সমুদয় পাওনা পরিশোধের নির্দেশ এবং ১ বছরের কারাদণ্ড দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহামান্য আদালত। সেই আদেশের প্রক্ষিতে ২৩ ডিসেম্বর হাফিজ আহমেদকে আটক করে ধানমন্ডি থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারগারে আছেন।
উল্লেখ্য, দেশের আরো ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছেন না হাফিজ আহমেদ।
এনআরবিসি ব্যাংক কর্মকর্তারা জানান, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দিতে গড়িমসি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এনআরবিসি ব্যাংক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ব্যাংকের দায়ের করা মামলায় ৩০ জন ঋণখেলাপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুজন কারাগারে আছেন। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।