মেক্সিকোর পার্টিতে বন্দুকধারীদের হানা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে একটি পার্টিতে অতর্কিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন আহত।

শুক্রবার সকালে ওই রাজ্যের গুস্তাভো সালা শহরের কাজেমে পৌরসভার সিউদাদ ওবরেগন এলাকায় একটি ‘টেকনো পার্টিতে’ এই হামলার ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের প্রসিকিউটরের অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, একটি অপরাধী গোষ্ঠীর নেতার বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ বেশ কিছু অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় সন্দেহভাজন ওই ব্যক্তিসহ আরও পাঁচজন নিহত হয়েছে।

মেক্সিকোতে বিভিন্ন সামাজিক সমাবেশ লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটে। ২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর ৪ লাখ ২০ হাজারের বেশি খুনের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে। 

সূত্র: এপিএবিসিসিবিএস নিউজসিনহুয়া

এ বিভাগের অন্যান্য